Notice
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সর জানুয়ারি ২০২৪ইং পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য কাগজপত্র অনুষদ হইতে গ্রহণ ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে ম্যাটস ১ম দফায় অপেক্ষমান তালিকা থেকে ফল প্রকাশ ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে আইএইচটি ১ম দফায় অপেক্ষমান তালিকা থেকে ফল প্রকাশ পুনঃ সংশোধনী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি পরীক্ষার নোটিশ জানুয়ারি ২০২৪ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স জানুয়ারি ২০২৪ এর স্থগিতকৃত পরীক্ষার তারিখ নির্ধারণ ডিপ্লোমা কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত Trauma Institute YouTube Channel Silver Play Button Unboxing Programme ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নার্সিং শিক্ষার্থীদের নিবন্ধন সংক্রান্ত জানুয়ারী- ২০২২ইং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মূল সনদ প্রেরণ প্রসঙ্গে জুন- ২০২১ইং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মূল সনদ প্রেরণ প্রসঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স জানুয়ারী-২০২৪ইং পরীক্ষার স্থগিত প্রসঙ্গে ডিপ্লোমা কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ও হাজিরাশিট সংক্রান্ত ডিপ্লোমা কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার রুটিন লিখিত পরীক্ষার কেন্দ্র ফি বাবদ ছাত্র প্রতি ১৭৫ টাকা হারে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রেরণ ডিপ্লোমা ইন ফার্মেসি পরীক্ষার রুটিন, ডিসেম্বর- ২০২৪ সংশোধিত ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের জানুয়ারী-২০২৪ইং পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য কাগজপত্র অনুষদ হইতে গ্রহণ Test Exam September_24 (MATS) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আইএইচটি-ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ছাত্র/ছাত্রি ভর্তি নীতিমালা ২০২৪ (সংশোধিত) BNMC_Admission_2023_2024_Circular বেসরকারী পর্যায়ে ইনন্টিটিউট অব মেডিকেল টেকনোলজী কোর্স স্থাপন ও পরিচালনার নীতিমালা ২০১০খ্রিঃ বেসরকারী পর্যায়ে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল স্থাপন ও পরিচালনার নীতিমালা ২০১০খ্রিঃ

Apr 27, 2024

Rules and Regulations

বিধি ও প্রবিধান

কলেজে সুশৃঙ্খল পরিবেশ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল ছাত্র-ছাত্রীকে নিম্নবর্ণিত নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করতে হয়ঃ

  • ক্লাস শুরুর নির্ধারিত সময়ের ৫ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীকে  নির্ধারিত পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাকে কলেজে আসতে হবে।

 

  • অবশ্যই ছাত্র/ছাত্রীকে কলাসে ৭৫% উপস্থিত থাকতে হবে। অন্যথায় চূড়ান্তু পরীক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না।

 

  • প্রতিমাসের সমুদয় বকেয়া প্রতিমাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ১০ তারিখের পরে বিলম্ব ফি সহ সমূদয় টাকা পরিশোধ করতে হবে।

 

  • ক্লাসে অনুপুস্থিত থাকলে অভিভাবকের মোবাইল নাম্বারে এসএমএস মাধ্যমে জানানো হবে।

 

  • চুল পরিপাটি করে আচঁড়িয়ে আসতে হবে। ছেলেদের চুল ছোট করে কাটতে হবে এবং মেয়ের দুই বেনী/ঝুঁটি করে আসতে হবে এবং নখ ছোট ও পরিষ্কার রাখতে হবে।

 

  • ছেঁড়া কাগজ, ফলের খোসা, উচ্ছিষ্ট ইত্যাদি শ্রেণী কক্ষের (জানালা দিয়ে), করিডোরে কিংবা কলেজ আঙ্গীনায় না ফেলে নির্দিষ্ট যায়গায় অথবা ডাস্টবিনে ফেলতে হবে।

 

  • ছাত্র/ছাত্রীদের ছুটির প্রয়োজন হলে শ্রেণীশিক্ষকের মাধ্যমে অনুপস্থিতির জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।

 

  • ছোঁয়াচে রোগে আক্রান্ত ছাত্র/ছাত্রীদের রোগ নিরাময় না হওয়া পযর্ন্ত কলেজ থেকে ছুটি নিতে হবে।

 

  • উপযুক্ত কারণ ব্যতীত কলেজে অনুপুস্থিত থাকা বাঞ্জনীয় নয়। অনুপস্থিত কারণ দেখিয়ে অভিভাবকের দরখাস্ত শ্রেণীশিক্ষক এর কাছে জমা না দিলে পরবর্তীতে ক্লাস করার অনুমোতি দেয়া হবে না।

 

  • কলেজ নির্ধারীত পোষক ছাড়া কোন ছাত্র/ছাত্রীকে ক্লাস করতে দেয়া হয় না। কোন যথার্থ কারণে নির্ধারিত পোষকে আসা সম্ভব না হলে ছাত্র/ছাত্রীকে অবশ্যই অভিভাবকের নিকট থেকে কারণ দেখিয়ে পত্র আনতে হবে, অন্যথায় ক্লাস করতে দেয়া হবে না।

 

  • ছাত্র/ছাত্রীদের নিকট কলেজের ঠিকানায় চিঠি/পার্সেল না আসাই নিয়ম। যদি কোন চিঠি/পার্সেল আসে কর্তৃপক্ষ খুলে দেখতে পারবে এবং প্রয়োজনে অভিভাবককে জানানো হয়।

 

  • প্রত্যেক ছাত্র/ছাত্রীকে কলেজের লোগোযুক্ত নির্ধারিত কলেজ ডায়েরি প্রতিদিন কলেজে নিয়ে আসতে হবে এবং প্রতিদিনের পড়া ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে।

 

  • কলেজে প্রবেশ করার পূর্বেই মোবাইল ফোন বন্ধ/সাইলেন্ট করে হবে। ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করলে মোবাইল ফোন অফিসে জমা রাখা হবে।

 

  • ছাত্র/ছাত্রী কোনো অবস্থায় হেডফোন ব্যবহার করে কলেজে প্রবেশ করতে পারবে না।

 

  • কলেজের দ্রব্যাদি প্রয়োজন হলে কলেজ কর্তৃপক্ষের অনুমোতি সাপেক্ষে নিতে হবে এবং নিদিষ্ট সময়ের মধ্যে কলেজে বুঝিয়ে দিতে হবে।

 

  • কলেজের নিয়ম বহিরভূত কাজ করলে অধ্যক্ষ স্যারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।

Notice